মজার ঘটনাঃ দরিদ্র থেকে রাজা

 


এক রাজ্যে এক ছিল দরিদ্র লোক, সে সবসময় এক বট গাছের নিচে বসে থাকতো। একদিন এক দূত ঢোল বাজিয়ে বলল, শোনো, শোনো, শোনো, রাজার মেয়ে কলাবতীর জন্মদিন উপলক্ষে এই রাজ্যের সকলকে রাজা দাওয়াত দিয়েছেন। সেই কথা শুনে সেই দরিদ্র লোকটা মহাখুশী, তারপরের দিন রাজকন্যার জন্মদিনের অনুষ্ঠানে সে এসে দেখল আনেক মানুষ। সবাই একসাথে খাওয়া-দাওয়া করল। এবার সকলে রাজকন্যাকে উপহার দিতে গেল। সেই ছেলে নিজেই উপহার দিতে গেলে। সেই ছেলে নিজেই উপহার হয়ে গেল। কারণ রাজকন্যার তাকে পছন্দ হলো, সে রাজাকে বলল সে তাকে বিয়ে করতে চাইল কিন্তু রাজা কোনও ভাবেই রাজি হলো না, তারপর শেষমেষ রাজকন্যার জন্য তাকে বিয়ে দিতেই হল। কয়েকদিন পরে রাজা অসুস্থ হয়ে মারা গেল। সেই দরিদ্র লোক এখন রাজা হয়ে গেল। তার ধনসম্পত্তির উপরে অনেক লোভ সারাদিন সেই টেনশন মাথায়। সেই জন্য সে অসুস্থ হয়ে গেল। সে আগের কথা ভাবল এবং পস্তালো, কারণ সে যখন দরিদ্র ছিল তখন তার কোনও রোগ হয়নি আর এখন সে কত অসুস্থ। হঠাৎ তার ঘুম ভেঙ্গে গেল, সে দেখল সে সেই বটগাছের নিচে আগের মতই বসে ছিল।

Powered by Blogger.